থ্রি আই এএমসিএল ফাস্ট মিউচ্যুয়াল ফান্ডের সাবক্রিপশন শুরু হচ্ছে আগামীকাল। ২৫ কোটি টাকার এই ফান্ড বে-মেয়াদী (আজীবন মেয়াদ) বা ওপেনএন্ড ফান্ড হিসেবে পরিচালিত হবে। ফান্ডের প্রতিটি ইউনিটের অভিহিত মূল্য (ফেস ভ্যালু) ১০ টাকা। থ্রি আই অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ইশতিয়াক আহমেদ শিমুল আজ (২১ জানুয়ারি) এক অনুষ্ঠানের মাধ্যমে এই ঘোষণা দেন।
ক্যাপিটাল মার্কেট জার্নালিস্ট ফোরাম (সিএমজেএফ) মিলনায়তনে আয়েজিত মিট দ্যা প্রেস অনুষ্ঠানে সিএমজেএফ সভাপতি গোলাম সামদানি, সাধারণ সম্পাদক মো: আবু আলী এসময় উপস্থিত ছিলেন।
ইশতিয়াক আহমেদ শিমুল বলেন, সাম্প্রতিক সময়ে মিউচ্যুয়াল ফান্ড আশানুরূপ সাফল্য না পেলেও থ্রি আই অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি মুনাফায় দারুণ সাফল্য ধরে রেখেছে। সেই আলোকে কোম্পানির প্রথম মিউচ্যুয়াল ফান্ডে সাফল্য পাবেন বলে তিনি আশাবাদি। তিনি বলেন, গত তিন বছরে থ্রি আই গড়ে ৩৫.৭১ শতাংশ মুনাফা করেছে। যেখানে অন্যান্য ফান্ডগুলো গড়ে দুই থেকে আড়াই শতাংশ মুনাফা করেছে। কোম্পানির গবেষণা সেলের কার্যকর গবেষণা এবং ম্যানেজমেন্টের দূরদর্শী সিদ্ধান্ত সিদ্ধান্তের কারণে এই সাফল্য এসেছে বলে তিনি মনে করেন।